• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

সেব্রিনা ফ্লোরা ও আহমেদুল কবীরসহ স্বাস্থ্যের ৪ কর্মকর্তা বদলি

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বদলি করা হয়েছে।

পাশাপাশি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. শামিউল আলম এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম.কে হাসান জাহিদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে নিপসমের পরিচালক হিসেবে এবং অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে আইপিএইচ’র পরিচালক বদলি করা হয়েছে।


এই বিভাগের সব খবর
December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30