• বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অচিরেই বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে। সরকার যেভাবে দেশের অর্থনৈকি ব্যবস্থা ধ্বংস করেছে তাতে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য।

শুক্রবার (১৩ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি বাসুদেবপুরে ২০১৪ সালে ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে হতাহত দলীয় নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, দেশের অর্থব্যবস্থা যেভাবে ধ্বংস করা হচ্ছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না। অপর দিকে সরকার ঋনের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। সেই সাথে প্রত্যক্ষভাবে সরকারের মদদে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেলসহ জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।


এই বিভাগের সব খবর
October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930