• বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

পাকিস্তানে বাস যাত্রীদের পরিচয় যাচাই করে ২৩ জনকে হত্যা 

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাসে হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।  

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় এক বিবৃতিতে এই হামালার ঘটনা নিশ্চিত করেছে।তবে বিস্তারিত বিবরণ এখনও কেউ দিতে পারেনি।

বেলুচিস্তানের মুসাখাইল জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে সোমবার(২৫ আগস্ট) ভোরে ট্রাক ও বাস থেকে যাত্রীদের নামিয়ে কিছু সশস্ত্র ব্যক্তি প্রথমে তাদের পরিচয় যাচাই করে। পরে তাদের গুলি করে। এতে অন্তত ২৩ জন নিহত হয়। খবর ডন

মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকারের জানান, হামলায় নিহতরা অধিকাংশ পাঞ্জাবের বাসিন্দা। হামলার সময় অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, লুচিস্তান সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করবে, সন্ত্রাসীরা এবং তাদের সহায়তাকারীরা দৃষ্টান্তমূলক পরিণতি থেকে পালাতে পারবে না।  


এই বিভাগের সব খবর
October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930