• বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

ইসরায়েলি ঘাঁটিতে ৩২০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

লেবানন-ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইসরাইল উভয়েই একে অপরের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে।  

হিজবুল্লাহর এক বিবৃতি জানিয়াছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেছে তারা।সংগঠনটি বলেছে ইসরায়েলের মেরন ঘাঁটি এবং অধিকৃত গোলান হাইটসের চারটি এলাকাসহ ইসরায়েলি ১১টি সামরিক ঘাঁটি এবং ব্যারাকে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে তারা।

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের গভীরে লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা নির্বিগ্ন করতে প্রথমে সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পরে তাদের ড্রোনগুলো পরিকল্পনা অনুযায়ী দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। খবর আল জাজিরা

হুমকির জবাবে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে লক্ষ্যবস্তুতে পূর্বনির্ধারিত হামলা শুরু করে। আইডিএফ রবিবার ভোরে এই হামলার ঘোষণা দিয়েছে।

ইসরায়েল বলছে তারা ইসরায়েলি ভূখণ্ডে বড় আকারের আক্রমণের জন্য হিজবুল্লাহর প্রস্তুতি শনাক্ত করেছে। ইসরায়েলি বিমান বাহিনীর ফাইটার জেটগুলো এই হুমকি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের সব খবর
October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930